Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনার পূর্বধলায় ৭ম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে চারা গাছ বিতরণকর্মসূচি অনুষ্ঠিত।

সাগর আহমেদ জজ,, নেত্রকোনা প্রতিনিধি:-
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার পূর্বধলা উপজেলার দুধী বাজারে চাঁদপুর ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব জনাব আসাদুজ্জামান সুজন। আরও উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা শাখার সভাপতি সেলিম মিয়া, সহ-সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান শেখ, প্রচার সম্পাদক মো. মোতালেব, সম্মানিত সদস্য হরমুজ মন্ডল সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,
“প্রকৃতি আমাদের জীবন, বৃক্ষ আমাদের বন্ধু। পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছ আমাদের সবচেয়ে বড় সম্পদ।”

তারা আরও জানান, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেই এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন। সবুজ বাংলাদেশের শপথ নিয়ে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সবশেষে, উপস্থিত সকলকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয় এই প্রতিজ্ঞার মধ্য দিয়ে:
“পরিবেশবান্ধব দেশ গড়ি, একটি করে গাছ লাগাই।”