Crime News tv 24
ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে জোড়পূর্বক জমি দখলের অভিযোগ

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আইনজীবীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। একাধিকবার স্থানীয় সালিশে বিরোধপূর্ণ জমির সমঝোতার নির্দেশ দেয়া হলেও তা না মেনে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় দখলের পায়তারা করছে মোহাম্মদ সুমন।

এ ঘটনায় আইনজীবী সাইফুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি উপজেলার সনমান্দী ইউনিয়নের চরলাল এলাকায় ৫ শতাংশ জমি ক্রয় করে বালু ভরাট করে ভোগ করে আসছেন। সম্প্রতি এলাকার প্রভাবশালী মোহাম্মদ সুমন মিয়া ও মাহবুবসহ জমিটি ২০/৩০জন স্থানীয় সন্ত্রাসী জোড়পূর্বক দখল করার জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও বলেন,০৫শতাংশ সম্পত্তি আমি ও আমার ভাই সিদ্দিকুর রহমান আর এস রেকডীয় মালিকের ক্রমিক ওয়ারিশ গণের নিকট থেকে ২০১৮ সালের ১৫ নভেম্বর ক্রয় করে বালু ভারাট করে ভোগ দখলে আছি। আমি লোক বিশ্বস্ত সুত্রে জানতে যে, উপরোক্ত আসামীগণ শনিবার(৮ ফেব্রুয়ারি) উক্ত সম্পত্তি জোর পূর্বক মালিক দাবি করে উক্ত জায়গাটি দখল করবে। পরবর্তীতে আসামীগণ সকালে উক্ত জায়গাটি দখল করার জন্য সিমেন্ট, বালু ও সিমেন্টের খাম নিয়া আমার জায়গাতে রাখে। উপরোক্ত বিবাদীগণকে বাধা নিষেধ করলে উপরোক্ত বিবাদীগণ আমাকে বলে যে আরো লোকজন আসছে এবং আমাদের কাজ করার জন্য অনুমতি দিয়েছে। আমরা তাদের বাধা দিলে উপরোক্ত বিবাদীগণ আমাদের যে কোন সময় মারধর করিয়া প্রাণনাশ করবে বলে হুমকি প্রদান করে। এমতাবস্থায় আমরা প্রশাসনের নিকট প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার নেয়ার অনুরোধ জানাচ্ছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী জানান, জোড়পূর্বক জমিদখলের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।