বিশেষ প্রতিনিধি:-
ফেনীর সোনাগাজী উপজেলার ভোর বাজার নাজিরপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ০৯ নং নবাবপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে ০৯ জানুয়ারী ২০২৫ইং বৃহস্পতিবার বিকাল ০৩ঘটিকায়।
বাংলাদেশ জামায়তে ইসলামী ০৯নং নবাবপুর ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওলানা মোমিনুল হকের সঞ্চালনায় ও ইউনিয়ন আমির মাওলানা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে অর্থ সহ তেলাওয়াত করেন ০৩ নং ওয়ার্ড সভাপতি মাওলানা সাইফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, নবাবপুর ইউনিয়ন ওলামা মাশায়েখ কমিটির সভাপতি, মাওলানা মোক্তার আহমেদ এবং শহর ও জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছালা উদ্দিন কিরন।
কর্মী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা ও অঞ্চল টিম সদস্য (কুমিল্লা ও নোয়াখালী) মাওলানা আলাউদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারী ডা. মোঃ ফখরুদ্দিন মানিক।
এছাড়াও কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, ঢাকা- খিলগাঁও থানা ওলামা ইউনিট এর সভাপতি ড. জসিম উদ্দিন ফরায়েজী, ঢাকা – বিমান বন্দর থানার কর্ম পরিষদ সদস্য কে, এম আব্দুর রহিম সাব্বির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ ইসলামীর ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক সেক্রেটারী মুহাম্মদ মর্তুজা, ০৮নং আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ খুরশিদ আলম, সোনাগাজী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এ, এস, এম বদরুদ্দোজা, সোনাগাজী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা এবং কর্মী সম্মেলনের সমাপ্তি হয় সম্মেলনের সভাপতি ও ইউনিয়ন আমির মাওলানা জিয়াউর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে।
কর্মী সম্মেলন পরবর্তী মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন, ফালাহিয়া মাদ্রাসা, ফেনীর সাংস্কৃতিক শিল্পি গোষ্ঠি যথাক্রমে- শিহরণ শিল্পী গোষ্ঠি ও প্রভাতী শিল্পী গোষ্ঠি।