Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ভোট কিনতে আসবো আমি…….

তাছলিমা আক্তার মুক্তা......
নভেম্বর ২০, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনকে সামনে রেখে
সবার মুখেই মধু ,
মধু তো নয় প্রতিশ্রুতির
আশ্চর্যময় জাদু ।

যা চাওয়ার এখুনি চাও
পরে কি আর পাবি ?
বিরিয়ানি চা কফিতে
একটা ভোটের দাবি ।

ভোট’টা পেলে করবো সেবা
আম জনতার ভাই ,
আমার মতো জনদরদী
বাংলাদেশ নাই ।

রাস্তা ঘাটের উন্নতি আর
সস্তায় পাবে চাল ,
চাঁদাবাজি কেউ করলে
গাল করিবো লাল ।

সবজি বাজার সস্তা করতে
কৃষককে ধরাবো হাল ,
বিদেশি পূণ্যের ভ্যাট বাড়িয়ে
হইবো মালামাল ।

গ্যাস বিদ্যুৎ বিক্রি করবো
বিদেশি ক্রেতা পেলে ,
আয়ের অনুপাত ভাগাভাগি
করবো সকল নেতা মিলে।

ভুল করো’না ভাই বোনেরা
ভোট দিয়ো যাচাই করে ,
ভোট কিনতে আসবো আমি
সবার ঘরে ঘরে ।