নির্বাচনকে সামনে রেখে
সবার মুখেই মধু ,
মধু তো নয় প্রতিশ্রুতির
আশ্চর্যময় জাদু ।
যা চাওয়ার এখুনি চাও
পরে কি আর পাবি ?
বিরিয়ানি চা কফিতে
একটা ভোটের দাবি ।
ভোট'টা পেলে করবো সেবা
আম জনতার ভাই ,
আমার মতো জনদরদী
বাংলাদেশ নাই ।
রাস্তা ঘাটের উন্নতি আর
সস্তায় পাবে চাল ,
চাঁদাবাজি কেউ করলে
গাল করিবো লাল ।
সবজি বাজার সস্তা করতে
কৃষককে ধরাবো হাল ,
বিদেশি পূণ্যের ভ্যাট বাড়িয়ে
হইবো মালামাল ।
গ্যাস বিদ্যুৎ বিক্রি করবো
বিদেশি ক্রেতা পেলে ,
আয়ের অনুপাত ভাগাভাগি
করবো সকল নেতা মিলে।
ভুল করো'না ভাই বোনেরা
ভোট দিয়ো যাচাই করে ,
ভোট কিনতে আসবো আমি
সবার ঘরে ঘরে ।