বাগেরহাটের শরণখোলা থানার চাঞ্চল্যকর মিলন হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ নভেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ, দুপুর ১৫:০০ ঘটিকায় র্যাব-৬, সিপিসি-সদর কোম্পানি এবং র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন বেলটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার শরণখোলা থানার চাঞ্চল্যকর মিলন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি
নান্না হাওলাদার (৩৮) পিতা- আজিজ হাওলাদার, সাং- সোনাতলা, থানা: শরণখোলা , জেলা: বাগেরহাটকে গ্রেফতার করেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ০৯/১১/২২ খ্রী. ধৃত আসামি নান্না হাওলাদার সহ মামলার অন্যান্য আসামিদের সাথে বাদীনির ছেলে ভিকটিম মিলন মোল্লা সুন্দরবনে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে ১৫/১১/২২ খ্রী. সবাই বাড়ি ফিরে এলেও বাদীনির ছেলে মিলন মোল্লা বাড়ি ফিরে আসেনি।
পরবর্তীতে বাদীনি স্থানীয় শরণখোলা থানা ও ফরেস্ট অফিসের লোকদের সহায়তায় ভিকটিম মিলন মোল্লাকে খোঁজে পেতে ব্যর্থ হলে ধৃত আসামি নান্না হাওলাদার সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে শরণখোলা থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

