Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর শাজাহানপুর বিএনপির আনন্দ মিছিল।

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ-
নভেম্বর ১৮, ২০২৫ ৮:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া বহুল আলোচিত মামলার রায় ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই বগুড়ার শাজাহানপুরে যেন অন্য রকম আবহ তৈরি হয়। মুহূর্তেই মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় রায়ের খবর। আর এই খবরকে কেন্দ্র করে উপজেলা বিএনপির নেতা–কর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে এক ধরনের উত্তাল আনন্দ উচ্ছ্বাস।

সোমবার বিকেল উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন-এর নেতৃত্বে বের হয় একটি বিশাল আনন্দ মিছিল। মুখে, মুখে স্লোগান—“এই মুহূর্তের খবর এলো শেখ হাসিনার ফাঁসি হলো, এ রায় ন্যায়বিচারের জয়”, “গণতন্ত্রের বিজয়”—এমনই শব্দে মুখর হয়ে ওঠে পুরো শাজাহানপুরের প্রধান সড়ক।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেন,“আজকের রায় শুধু একটি মামলার রায় নয়, এটি দেশের মানুষের ন্যায়বিচারের প্রতি বিশ্বাসকে আবারও ফিরিয়ে দিল।” তিনি আরো বলেন এদেশের জনগণ শুধু এই রায় সন্তুষ্ট নয় রায়ের কার্যকারিতা দেখতে চায়।

দলটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ বলেন—
“দীর্ঘদিনের অপেক্ষার পর আমরা আজ ন্যায়বিচারের মুখ দেখলাম।”

আনন্দ মিছিলটি শান্তিপূর্ণভাবে শহর প্রদক্ষিণ শেষে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন—
“এই রায় গণতন্ত্রের লড়াইয়ে নতুন শক্তি দিয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী হবে।”

উপজেলা জুড়ে মিছিল শেষে দীর্ঘক্ষণ আলোচনা চলে আজকের রায় শাজাহানপুরের মানুষের মনে নতুন করে আশার আলো জ্বালিয়ে দিল।