Crime News tv 24
ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

‘গণহত্যার দায় এড়ানো যাবে না’— ভোলায় শিবির সভাপতি জাহিদুল ইসলামের কঠোর সমালোচনা।

মোঃ আব্দুর রহমান হেলাল ভোলা প্রতিনিধি:-
নভেম্বর ১৭, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ভোলায় অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করেন। তিনি দাবি করেন, গণহত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে যেখানেই রাখা হোক, জাতির সামনে তার বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, “গণহত্যার দায়ে অভিযুক্ত একজন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপদ অবস্থান নিশ্চিত করা কোনওভাবেই বন্ধুত্বসুলভ আচরণ নয়। গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারকে মূল্য দিলে এই ধরনের আশ্রয়-প্রশ্রয় বন্ধ করতে হবে।”

শনিবার (১৭ নভেম্বর) ভোলা শহর শাখার আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন এবং সঞ্চালনা করেন শহর সেক্রেটারি হাসনাইন আহমেদ।

সম্মেলনে আরও বক্তব্য দেন—
জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন, জেলা নায়েবে আমির ও ভোলা–১ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রহমতুল্লাহ সেলিম এবং পটুয়াখালী জেলা শিবির সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের।

নেতারা বলেন, দেশের সংকটপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে সঠিক নেতৃত্ব ও দিকনির্দেশনা দিতে শিবিরের নেতাকর্মীদের আরও সংগঠিত হতে হবে। সম্মেলনে ভবিষ্যতের কর্মসূচি ও আন্দোলনের কৌশল নিয়েও আলোচনা হয়।


মোঃ আব্দুর রহমান হেলাল
জেলা প্রতিনিধি, ভোলা
১৭/১১/২৫