Crime News tv 24
ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ এলাকায় সারের জন্য কৃষকদের দুশ্চিন্তা !!

admin
নভেম্বর ১৭, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

 

ডিঙ্গেদহ প্রতিনিধিঃ-

শীতকালীন সবজি ও ভুট্টা চাষের এখন ভরা মরসুম। বিশেষ করে বাংলাদেশের মধ্যে অন্যতম সর্বোচ্চ ভুট্টা উৎপাদনকারী জেলা চুয়াডাঙ্গা। অত্র অঞ্চলের চাষিদের অভিযোগ এখন ভুট্টা চাষের ভরা মরসুম কিন্তু ভুট্টা চাষের জন্য যে পরিমাণ সারের প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না।

শঙ্করচন্দ্র গ্রামের ভূক্তভোগী কৃষক খাইরুল, রাজু, শহিদুল অভিযোগ করে বলেন, এখানে একজন কৃষি লেবারের মুল্য ৭০০ টাকা অথচ সারের জন্য ৭০০ টাকার কাজ বন্ধ রেখে সারাদিন লাইনে দাঁড়িয়ে সার নিতে হচ্ছে। তার পরেও যেখানে ২ বস্তা সারের প্রয়োজন সেখানে ১০/২০ কেজি সার পাওয়া যাচ্ছে। আবার কখনো সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকে সার না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে। কৃষকদের শঙ্কা যদি প্রয়োজনীয় সার না পায় তবে কাঙ্ক্ষিত ফলন ব্যাহত হবে।

সরেজমিনে দেখা গেছে,১৭ নভেম্বর ডিঙ্গেদহ বাজারে বি.সি.আই.সি সার ডিলার আনছার আলী ট্রেডার্স ও হাবিবুর রহমান ট্রেডার্সের সামনে কৃষকদের লম্বা লাইন। কখনো কখনো লাইনে দাড়ানো কৃষকদের মধ্যে ঠেলাঠেলি। চুয়াডাঙ্গা জেলা বি. এফ.এ এর সভাপতি মোঃ আকবর আলী বলেন। কৃষকের যে চাহিদা সেভাবে এককালীন বরাদ্দ আসছেনা, কৃষকরা নিয়মতান্ত্রিক ভাবে সার প্রয়োগ করছেনা আবার তারা ভাবছে পরে হয়তো সার পাবোনা এই ভেবে অগ্রীম সার মজুদের চেষ্টা করছে যার কারনে আরো সংকটের সৃষ্টি হচ্ছে।