Crime News tv 24
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় দোকান ঘর পুনর্নির্মাণ ও ঘুষ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন।

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ-
নভেম্বর ২, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া সরকারি কলেজ মোড়ে পুনরায় দোকান ঘর নির্মাণ এবং এ নিয়ে ঘুষ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখা নামে দুটি সামাজিক সংগঠন। রোববার (২ নভেম্বর) বিকাল ৩টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে “বাসযোগ্য পৌরসভা ও সুশৃঙ্খল সড়ক চাই” এই স্লোগানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নূরুন্নবী বাবু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক ও নিসচার জেলা উপদেষ্টা অ্যাডভোকেট শামীম উল হাসান অপু। এ সময়ে তিনি বলেন, “যানজট নিরসনে কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ ২০২৪ সালের ২৩ ডিসেম্বর কলেজ মোড় এলাকার ২১টি দোকানের বরাদ্দ বাতিল করে এবং চলতি বছরের ২২ অক্টোবর উচ্ছেদ অভিযান চালায়। অথচ এখনো সড়ক ও ড্রেনেজ সংস্কার না করেই পুনরায় দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা জনস্বার্থবিরোধী।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “কোনো ভবন নির্মাণ বা পুনর্নির্মাণের জন্য পৌরসভার অনুমোদিত প্লান প্রয়োজন। তাহলে এত অল্প সময়ে কে বা কারা এই অনুমোদন নিল এবং কীভাবে পৌরসভা এ ধরনের অনিয়মে জড়ালো?”
তিনি আরো বলেন, আমরা ব্যবসায়ীদের বিরুদ্ধে না। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা করার পর যদি যায়গা থাকে তখন সেখানে দোকান নির্মাণ করলে কারো কোন বাঁধা থাকবে না। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্য সচিব কে এম জাহিদ, সদস্য জাহাঙ্গীর হাফিজ লালু, এস এম আতাউর গনি উসমান, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ, গণ অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আব্দুল খালেক, জাতীয় পার্টি (বিজেপি) কুষ্টিয়া জেলা সভাপতি ইমরান আহম্মেদ, জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক তৈকির আহমেদ, সুলতান মারুফ তালহা, আলী মুজাহিদ, সাদিক হাসান রহিদ, রাসেল পারভেজ প্রমুখ।
বক্তারা বলেন, “কুষ্টিয়া পৌরসভা এখন দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে। টাকার বিনিময়ে প্রশাসক অনিয়মকে নিয়মে রূপান্তর করছেন। এখনই এই দুর্নীতির লাগাম টেনে ধরা না গেলে শহর বসবাস ও চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।” মানববন্ধনে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ, নিরাপদ সড়ক চাই ও জুলাই আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।