Crime News tv 24
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোংলায় ১০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী আটক।

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:-
নভেম্বর ২, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোংলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাশতলা পাখিমারা কাঠের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকৃত ব্যক্তির নাম মোঃ ময়েন উদ্দিন মল্লিক (৪২)। সে মোংলা সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইসহাক মল্লিকের ছেলে। এলাকাবাসীরা গাঁজাসহ তাকে আটক করে পরে মোংলা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এলাকাবাসী জানান, শনিবার রাতে নিজের ঘেরের পাশে থাকা ঘরে মাদক সেবন ও বেচাকেনার প্রস্তুতি নিচ্ছিলেন ময়েন উদ্দিন। এসময় সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা ঘেরাও করে তাকে ধরে ফেলে। পরে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও কিছু পুড়া টাকা উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ময়েন উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার কারণে এলাকার তরুণ সমাজ ধীরে ধীরে নষ্ট হয়ে পড়ছে। এ ছাড়া, ৫ আগস্টের পর থেকে এলাকায় ঘন ঘন চুরির ঘটনা ঘটছে — কয়েকটি ঘরে চুরি, একটি মোটরসাইকেল চুরি এবং বাংলালিংক টাওয়ারের যন্ত্রাংশ চুরির ঘটনাও ঘটে। এসব ঘটনার সঙ্গেও এলাকার চিহ্নিত আরও কিছু মাদক ব্যবসায়ীর যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদের সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।