টাঙ্গাইলে মধুপুরে ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ সহায়তা প্রদানের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটি ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মধুপুর উপজেলা কৃষি অফিসার রকিব আল রানা’র সভাপতিত্বে সার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রি , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার এ,বি, এম, খাইরুল আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মিজানুর রহমান এবং উপসহকারী কৃষি কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
কৃষি অফিসার রাকিব আল রানা জানান, চার হাজার ৮শ ১০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও ৪৫ হাজার কেজি ডিএপিও ৪৫ হাজার এমওপি সার কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

