Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খুলনা ডিসি ফুড তানভীর হোসেনের মানবিক উদ্যোগ গ্রহনে সর্ব মহলে প্রশংসিত।

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা প্রতিনিধি:-
অক্টোবর ১৪, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন মঙ্গলবার সকাল ৭ টার সময় খুলনা মহানগরীর ওএমএস ডিলার পয়েন্ট পরিদর্শন করেন। তিনি ১ ও ৩ নং ওয়ার্ডে কাক ডাকা সকালে যেয়ে দেখতে পায় প্রায় দেড়শ লোকজন উপস্থিত। তখন তাদের প্রশ্ন করেন চাল আটা বিক্রি শুরু হবে ১০ টার দিকে কিন্তু আপনারা এতো সকালে কেনো। এ সময় উপকার ভোগীরা জানান,আমরা একটু অসচ্ছল এজন্য সিরিয়াল দেওয়ার জন্য ৩/৪ ঘন্টা আগে চলে আসছি।

তখন ডিসি ফুড বলেন,আমি আপনাদের কথা প্রায়ই লোকমুখে শুনি,এজন্য নিজেই দেখতে এসেছি। এসময় উপস্থিত লোকজন খুশিতে উল্লাস করতে থাকে। তখন ডিসি ফুড তানভীর হোসেন বলেন,আমি আপনাদের মধ্যে ১০০ জন ব্যক্তিকে বাছাই করে জেলা খাদ্য দপ্তরের সহযোগিতায় জন প্রতি দু কেজি চাল এর প্যাকেট ফ্রি দিবো,আপনারা খুশি তো। তখন লোকজন মানবিক ডিসি ফুড বলে শ্লোগান দিতে থাকে।

মহানগরীর ১ ও ৩  নম্বর ওয়ার্ডে পরিচালিত ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রমের ডিলার পয়েন্ট সরেজমিন পরিদর্শন করেন খুলনা জেলার খাদ্য নিয়ন্ত্রক
‎ (ডিসি ফুড) মোঃ তানভীর হোসেন। পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন ওএমএস ডিলার পয়েন্টের চৌকস তদারকি কর্মকর্তা কাজি নাহিদ। ‎পরিদর্শন কালে পয়েন্টে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন,

১ ও ৩ ওয়ার্ডের ডিলার পয়েন্টের মানুষের উপস্থিতি প্রমাণ করে এই কর্মসূচি জনবান্ধব, প্রয়োজনীয় এবং অব্যহৃত রাখা দরকার। ‎পরিদর্শন করা  ডিলার পয়েন্ট হলো ‎মেসার্স ডায়মন্ড ব্রাদার্স এবং মেসার্স রওশন এন্টার প্রাইজ। ‎প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান,বাজারে চাল ও আটার দাম বেড়ে যাওয়ায় সরকার নির্ধারিত মূল্যে ওএমএস ডিলারদের কাছ থেকে এসব পণ্য কিনে তারা কিছুটা স্বস্তিতে দিন পার করছেন। ‎

প্রতিটি ওয়ার্ডে বরাদ্দকৃত পণ্যের পরিমাণ ১ টন চাল ও ১ টন আটা। সরকার নির্ধারিত খুচরা মূল্যে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৩০ টাকায় এবং আটা ২৪ টাকায়। একজন গ্রাহক সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারছেন। ‎‎ডিলারদের সঙ্গে আলাপ কালে জানা যায়, ভোক্তা সংখ্যা যখন ৩০০ থেকে ৩৫০ জন ছাড়িয়ে যায়,তখন ডিলাররা গ্রাহকদের পরামর্শক্রমে একটু কম চাল ও

 

আটা বিতরণ করেন যাতে সবাই উপকৃত হতে পারেন। ‎‎পরিদর্শন শেষে ডিসি ফুড গণমাধ্যমকে জানান,খুলনা মহানগরী বিভিন্ন পয়েন্টে সুষ্ঠু ও সঠিক ভাবে ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে আজকে যেমন ফ্রি কর্মসুচি গ্রহন করেছি পর্যাক্রমে সেটা বিভিন্ন ওয়ার্ডের মানুষ পাবে বলে আশা করছি।