Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেনারেল হাসপাতালে সীমাহীন অবহেলা, দুর্নীতি ও টেস্ট বাণিজ্যের প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।

মো ফরিদুল হক গাংনী উপজেলার প্রতিনিধি:-
অক্টোবর ১৪, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

​মঙ্গলবার , ১৪ অক্টোবর মেহেরপুর জেনারেল হাসপাতালে সীমাহীন চিকিৎসা অবহেলা, তত্ত্বাবধায়কের লাগামহীন দুর্নীতি এবং বেসরকারি ক্লিনিকের সঙ্গে যোগসাজশে টেস্ট বাণিজ্যের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণের দাবিতে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

​আজ সোমবার দুপুরে মেহেরপুরের সর্বস্তরের জনতা ও সচেতন নাগরিকদের উদ্যোগে মেহেরপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ রোগীরা অংশ নেন।

​বক্তারা অভিযোগ করেন, সরকারি এই হাসপাতালটি বর্তমানে দুর্নীতি ও অব্যবস্থাপনার আখড়ায় পরিণত হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে রয়েছে লাগামহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। জরুরি ওষুধপত্র হাসপাতালে পাওয়া যায় না, যার ফলে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া, হাসপাতালে চিকিৎসা নিতে আসা গরিব রোগীদের বেসরকারি ক্লিনিকের সঙ্গে যোগসাজশ করে অপ্রয়োজনীয় টেস্ট করানোর মাধ্যমে এক প্রকার ‘টেস্ট বাণিজ্য’ চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

​মানববন্ধনে উপস্থিত সাধারণ মানুষ বলেন, “সরকারি হাসপাতাল আমাদের একমাত্র আশ্রয়স্থল। এখানে দুর্নীতি আর দালালি চললে গরিব মানুষের চিকিৎসা পাওয়ার অধিকারটাই শেষ হয়ে যাবে।” তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে মেহেরপুর জেনারেল হাসপাতাল সত্যিকারের রোগীবান্ধব ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত হয়।

​অবিলম্বে হাসপাতালের তত্ত্বাবধায়ককে অপসারণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তারা আশা করেন, কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন দ্রুত এই হাসপাতালের পরিবেশ ঠিক করতে এবং গরিব মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।