Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী মডেল প্রেসক্লাবে নতুন অধ্যায়ের সূচনা: দায়িত্ব হস্তান্তর ও নির্বাচনী কার্যক্রমে উৎসবমুখর পরিবেশ।

মেহেদী হাসান রাজশাহী ব্যুরোঃ-
অক্টোবর ১৪, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

দুই বছর সফল মেয়াদ শেষে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে রাজশাহী মডেল প্রেসক্লাব। স্বচ্ছতা, ঐক্য ও নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষায় বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে নবগঠিত আহ্বায়ক কমিটির কাছে। এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটি রাজশাহীর সাংবাদিক সমাজে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “রাজশাহী মডেল প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও গণমাধ্যমের স্বার্থরক্ষার অগ্রভাগে থাকবে— এটাই আমাদের লক্ষ্য।” তাঁর নেতৃত্বে আহ্বায়ক কমিটি ক্লাবের নির্বাচনী কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্নের উদ্যোগ নিয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী—
১৪ অক্টোবর প্রার্থিতা চূড়ান্ত তালিকা প্রকাশ,
১৫ থেকে ১৮ অক্টোবর মনোনয়নপত্র উত্তোলন,
১৯ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন,
এবং ২০ অক্টোবর যাচাই-বাছাইয়ের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

তফসিল অনুযায়ী আগামী ১ নভেম্বর ২০২৫ তারিখে সারাদিনব্যাপী রাজশাহী মডেল প্রেসক্লাবের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

এ উপলক্ষে রাজশাহীতে কর্মরত সকল সাংবাদিককে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ ও দুপুরের মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচনের দিনটি সাংবাদিক সমাজের এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

রাজশাহী মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকেই সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দায়িত্ব হস্তান্তর ও নতুন নেতৃত্ব নির্বাচনের এ উদ্যোগ সাংবাদিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সাংবাদিক সমাজ মনে করছে, এই নির্বাচন শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, বরং রাজশাহীর গণমাধ্যম অঙ্গনে ঐক্য, পেশাদারিত্ব ও সম্মিলিত অগ্রযাত্রার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।