সচেতন নাগরিক সমাজ সংগঠনের উদ্যোগে রাজধানীর কামরাঙ্গীচর বেড়িবাঁধ এলাকায় ১০০ তালবীজ রোপণ করা হয়।
বজ্রপাত ঠেকাতে রাজধানীতে প্রাকৃতিক উপায় হিসেবে তালবীজ রোপণের উদ্যোগ নেয় নাগরি সচেতন সমাজ সংগঠন।
রাজধানী ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদী। নদীর বাঁধ দিয়ে সবুজ গাছ পালা থাকলেও বজ্রপাত ঠেকানোর মত কোন উপায় সেখানে নেই।
তারই ধারাবাহিকতায় কামরাঙ্গীচরের নিজামবাগ থেকে মুসলিমবাগ পর্যন্ত এবং কয়লাঘাট থেকে ছাতা মসজিদ হয়ে গুদারাঘাট পর্যন্ত তালবীজ রোপণ করা হয়।
এ বিষয়ে সচেতন নাগরিক সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহাঙ্গীর আদেল বলেন, বাঁচতে হলে গাছ প্রয়োজন।
গাছের বিকল্ কিছু নেই। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা গাছ থেকে অক্সিজেন গ্রহন করি।
যা আমাদের শরীরের উৎস। নদী ও পরিবেশ রক্ষায় সচেতন নাগরিক সমাজ সংগঠন সব সময় মানুষের পাশে থাকবে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালবীজ রোপণ করেন হাজী মোঃ মনির হোসেন।
হাজী মোঃ মনির হোসেন ত্রেয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা ৭ আসনের বিএনপির মনোনিত এমপি পদপ্রার্থী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গাছ আমাদের বন্ধু। গাছের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহন করি এবং আমাদের মাধ্যমে গাছ কার্বোনডাইঅক্সাইড গ্রহন করে।
তিনি আরও বলেন, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সে সব চিন্তা মাথায় রেখেই আকের এই আয়োজন করা হয়েছে।
তালবীজ রোপণ কর্ম সূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
এস,এম জাহাঙ্গীর আদেল প্রতিষ্ঠাতা সভাপতি সচেতন নাগরিক সমাজ, আজিজুল ফকির সাধারণ সম্পাদক, ওমর ফারুক সাংগঠনিক সম্পাদক,মোঃ হযরত আলী কোষাধাক্ষ, জাহিদ জাহান ভূঁইয়া সহ-সভাপতি, এমদাদ হোসেন দপ্তর সম্পাদক, হারুন অর রশিদ, শেখ রুবায়েত শাফিন, মোঃ ইউসুফ, আব্দুল হাই ভূঁইয়া, মাহমুদুল্লাহ রানা, শাফী আক্তার, মোঃ মনির হোসন, মোঃ শাহ আলম, মোঃ সোহেল রানা, ও মোঃ ইমরান হোসেনসহ অনেক পরিবেশ কর্মী ও সবুজ যোদ্ধা।