মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জনাব জাবেদ মাসুদ মিলটন এর নির্দেশে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্বকে সুসংহত করতে আজ, ১০ অক্টোবর, ২০২৫ তারিখে গাংনী পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের নব-নির্বাচিত নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ পরিচিতি সভা অনুষ্ঠিত হলো। মেহেরপুর জেলার গাংনী উপজেলার ৬ নং আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এই সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এই বিশেষ সভায় উপস্থিত ছিলেন:
* প্রধান অতিথি: জনাব মকবুল হোসেন মেফলা, সভাপতি, পৌর বিএনপি গাংনী।
* বিশেষ অতিথি: জনাব সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি গাংনী।
* অ্যাডাম সুমন, সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি গাংনী।
* জনাব জিমন হোসেন, সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি গাংনী।
সভায় নব-নির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি’র প্রতিটি কর্মী অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাবে।
সভাপতিত্ব করেছেন ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি গাংনীর সভাপতি মোঃ আকবর আলী এবং সভা সঞ্চালনা করেছেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোহন।
জনগণের অধিকার আদায়ে এবং একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে।