গতকাল ১০ অক্টোবর শুক্রবার সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার শরাফপুর এবং চটচটিয়া শিবনগর খেয়াঘাট এলাকার নির্মাণাধীন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোঃ মোস্তাফিজুর রহমান,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান,খুলনা জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান,ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।