Crime News tv 24
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় টিসিভি ক্যাম্পেইন উপলক্ষে ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

“টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেবো দল বেঁধে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ক্যাম্পেইন-২০২৫ সফল করার লক্ষ্যে পাইকগাছায় ডাক্তার ও নার্সদের নিয়ে প্রশিক্ষণ ও AEFI (টিকা-পরবর্তী বিরূপ প্রতিক্রিয়া) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ডাঃ জহিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মণ্ডল, ডাঃ নিরাপদ মন্ডল এবং ডেন্টাল সার্জন ডাঃ সাইমা সাদিয়া।

অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ শাকিলা আফরোজ। এছাড়া উপস্থিত ছিলেন,অফিস সহকারী দেব্রত সরকার, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, সিনিয়র নার্সবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস ও এম.টি. ইপিআই শাহানারা আক্তার।

কর্মশালায় টিকাদান কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে টিকার ডোজ, টিকা প্রদানের নিয়মাবলী এবং টিকা দেওয়ার পূর্ববর্তী ও পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।