Crime News tv 24
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কবিতা নিশ্চিত ঘুম রাতে……

কবি তাছলিমা আক্তার মুক্তা:-
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

আর কি আমি পাবোরে ভাই

সেই জীবনের দেখা ,
বাবা-র হোটেলে ফ্রিতে খেতাম
আদর স্নেহে মাখা ।

দিনের বেলা স্বপ্ন আঁকতাম
নিশ্চিত ঘুম রাতে ,
ফুরফুরে মেজাজে আনন্দে
থাকতাম সারাক্ষণ মেতে।

বাবা’কে বলতাম দেখে নিয়ো
বড়ো অফিসার হবো ,
মা’কে বলতাম বুঝনা কিছুই
অভাব দূর করে দেবো ।

তোমাদের মতো আমি কি তখন
কাজ করবো ছুটে ,
কয়েকটা থাকবে কাজের লোক
দশখানা বাড়ি মোটে।

আমার কথায় হাসতো বাবা
রাগ করতো যতো মা’য় ,
পরের ঘরের দাসী তুমি মেয়ে
যতো স্বপ্ন পারিস এঁকে’যা।

এমনি করে হাজারো স্বপ্ন
প্রতিদিন যাচ্ছে ঝরে ,
দরদী বাবা-মা কোথায় এখন
আমিই বা কাদের তরে ?