কেসিসিআই-তে বাংলাদেশ–কুয়েত দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক।
কুয়েতের ইতিহাসে বাংলাদেশের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই)-তে বাংলাদেশ ও কুয়েতের ব্যবসায়ীদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত।
এই বৈঠকে যোগদানের জন্য ইতোমধ্যে কুয়েতে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রবাসীদের কল্যাণে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি নতুন ভিসায় আগত প্রবাসীদের ভোগান্তি কমাতে ভিসা সত্যায়নে কঠোরতা আরোপ, দূতাবাসে প্রতিমাসে গণশুনানি, কর্মকর্তাদের নামফলক বাধ্যতামূলক করা, অসাধু দালাল চিহ্নিত করে বিচারের আওতায় আনা, ভিসা ও পাসপোর্ট প্রক্রিয়ায় স্বচ্ছতা, দূতাবাসের ফেসবুক ও ওয়েবসাইট হালনাগাদ, অভিযোগ বাক্স ও হটলাইন চালু, মৃত প্রবাসীর মরদেহ সরকারি খরচে দ্রুত দেশে পাঠানো এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অব্যাহতি প্রদানসহ একাধিক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন।
এবারের বাণিজ্য বৈঠক বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ শিল্প, কৃষি পণ্যসহ বিভিন্ন উৎপাদনশীল খাতের জন্য কুয়েতের বাজারে প্রবেশের নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন প্রবাসী বিশিষ্টজনেরা। বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন জানান, “এই বৈঠক নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতি ও প্রবাসীদের জন্য একটি ইতিবাচক অধ্যায় সৃষ্টি করবে।”
উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
দ্বিপাক্ষিক বাণিজ্যিক বৈঠকে যোগদানের জন্য কুয়েতে আগত বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন—
মোঃ আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়
মনসুরিন খান চৌধুরী, উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়
মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যান ও এমডি, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI)
ড. এ.বি.এম হারুন, এমডি – শিল্প, FBCCI
ড. রশিদ আহমেদ হোসেনী, পরিচালক, বিজিএমইএ
মোহাম্মদ হাতেম, সভাপতি, বিএকেএমইএ
লোকিয়াত উল্লাহ, এমডি ও সিইও, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (BAPI)
মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিএমও, BAPI
মোহাম্মদ মিজানুর রহমান, নির্বাহী পরিচালক, বাংলাদেশ আগ্রা-প্রসেসার্স অ্যাসোসিয়েশন (BAPA)
এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (পশ্চিম এশিয়া) এম. আরিকুজ্জামান তিয়াশও এই সফরে যোগ দেবেন।
ড. রশিদ আহমেদ হোসেনীর কুয়েত আগমন
১৫ সেপ্টেম্বর ২০২৫, কুয়েতে এসে পৌঁছেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, যুবদলের সাবেক কেন্দ্রীয় শ্রম সম্পাদক, ডাকসুর সাবেক সদস্য, নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, শিল্পপতি ও বিজিএমইএ পরিচালক ড. রশিদ আহমেদ হোসেনী। তিনি কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) বিশেষ আমন্ত্রণে এই সফরে অংশ নিচ্ছেন।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাকসাম-মনোহরগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন লালমাই উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী, সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও।
এই সফরে তিনি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।