Crime News tv 24
ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ সিপিএসসি র‍্যাব ১৪ কর্তৃক ধর্ষন মামলার অভিযুক্ত প্রধান আসামি গ্রেফতার।

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় রুজুকৃত ধর্ষন মামলার প্রধান অভিযুক্ত সাব্বির হোসেন( ২২) কে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের সাথে ধৃত অভিযুক্ত সাব্বির হোসাইন(২২), জেলা-ময়মনসিংহ এর মেসেঞ্জার এবং ইমুতে কথাবার্তার একপর্যায়ে উভয়ে বিবাহ করার সিদ্ধান্ত নেয়। বিবাহের প্রলোভন দেখিয়ে ধৃত অভিযুক্ত গত ২৮ জুলাই ২০২৫খ্রিঃ আনুমানিক বিকাল ১৬:০০ ঘটিকায় ত্রিশাল থানাধীন আবাসিক হোটেলে স্ত্রীর পরিচয় দিয়ে ভিকটিমকে তার ইচছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে। এ বিষয়ে ভিকটিম নিজে বাদী হয়ে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশে ত্রিশাল থানার মামলা নং-১০, তারিখ-০৮ সেপ্টেম্বর ২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২৫) এর ৯(খ) রুজু হয়। মামলা রুজুর পর হতে র‌্যাব-১৪ ছায়াতদন্তসহ পলাতক আসামীকে গ্রেফতারে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল অভিযুক্তের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ১৪ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ ০১:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন গন্ডাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান অভিযুক্ত সাব্বির হোসাইন(২২), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করত সক্ষম হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।