খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী ২ নং ওয়াডে পূর্বশত্রুতার জের ধরেজমিতে গরুর বাছুর ধান ক্ষেতে ডুকে ধান খাওয়াকে কেন্দ্রকরে রেখা রানী মন্ডল ( ৪২) নামে এক নারীকে নাকে এলোপাতাড়ি ঘুষি দিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় ২ নং ওয়াডের ইউপি সদস্য মুরারী হালদার জানান সোমবার (৮ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৯টার দিকে রেখা রানী মন্ডলের গরুর বাছুর স্হানীয় মিলন গোলদারের ধান ক্ষেতে ঢুকে ধান খাচ্ছি ল।
এমন সময় রেখা রানী তার গরুর বাছুর তাড়াতে গিয়ে মিলন গোলদারের সাথে কথা কাটাকাটি সহ গন্ডগোল শুরু হয়।
তখন মিলন গোলদার রেখা রানীকে এলো পাতাড়ি ঘুষি,কিল, মারতে থাকাবস্হায় রেখার স্বামী বিষ্ণুপদ মন্ডল ঘটনা এস্হলে ছুটে আসলেই দেখে তাঁর স্ত্রীর নাকদিয়ে রক্ত ক্ষরণ হচ্ছে এবং অচেতন অবস্থায় পড়ে আছে।
নাড়াচাড়া করে দেখাযায় ঘটনাস্থলেই তাঁর স্ত্রী রেখা মৃত্যু ঘটেছে। এসময় বিষ্ণু প্রতিবাদ করলে মিলন গোলদার তাকেও বেধড়ক মারধর করে গুরুতর আহত এবং নির্মমভাবে মারধর করে।
পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত মিলন ও তার সহযোগীরা পালিয়ে যায়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।