Crime News tv 24
ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছার কপিলমুনিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান-০১ মোঃ ইউনুছ আলী পুনরায় আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেছেন।

গত রবিবার (৩১ আগস্ট) ইউনিয়ন পরিষদের নিয়মিত সভায় প্যানেল চেয়ারম্যান-০২ মোঃ বদরুল আলমের কাছ থেকে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় ইউপি সদস্যবৃন্দ উপস্থিত থেকে সভার কার্যক্রম অনুমোদন দেন।পরবর্তীতে সংশ্লিষ্ট নথিপত্র ও কার্যবিবরণী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী বলেন, স্থানীয় জনগণের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন, পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। তিনি এ কাজে সকল ইউপি সদস্য ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।

ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল জানান, নীতিমালা অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান-২ বদরুল আলম দায়িত্ব পালন করছিলেন। তবে ৩১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ ইউনুছ আলী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, কপিলমুনি ইউনিয়ন পরিষদের দায়িত্বভার এখন নিয়মিতভাবে পালন করবেন প্যানেল চেয়ারম্যান-০১ মোঃ ইউনুছ আলী।

উল্লেখ্য, সঙ্গত কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী এলাকার বাইরে থাকায় গত ৩১ জুলাই থেকে সাময়িকভাবে দায়িত্ব পালন করেছিলেন প্যানেল চেয়ারম্যান-২ মোঃ বদরুল আলম।