নিখোঁজ”আব্দুল্লাহ নামের এই ছেলেটা গতকাল শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫ মুন্সিগঞ্জ এলাকা থেকে নিখোঁজ হয়েছে।
মুন্সিগঞ্জ এলাকায় তার পরিবার বর্তমানে বসবাস করছেন। ছেলেটা উক্ত এলাকার কোথাও চিনে না৷
মুক্তারপুর মারকাজুল মাদ্রাসায় ওর বাবা গিয়ে দিয়ে আসে এবং নিয়ে আসে। উক্ত মাদ্রাসা থেকে বাসায় এসে চুল কাটানোর কথা বলে বাসা থেকে মায়ের কাছ থেকে টাকা নিয়ে গেছে আর সে বাসায় আসেনি ফিরে।
যদি কেউ ছেলেটাকে কোথাও দেখে থাকেন, অনুগ্রহ করে আটকিয়ে রাখবেন এবং পরিবারের এই ফোন 01728-103 582..নাম্বারে.যোগাযোগ করবেন।
বর্তমান ঠিকানা. বাসা -বাড়ি- বিনোতপুর-মুন্সিগঞ্জ।
আব্দুল্লাহর -বয়স. ১০ বছর/গায়ের রং.অল্প শ্যামলা।
তার পরিবার খুলনার রূপসা উপজেলার ৫ নং ঘাটভোগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বামনডাঙ্গা
গ্রামের বাসিন্দা ছিলেন। বর্তমানে তারা মুন্সিগঞ্জ- থাকেন।
নিখোঁজ আব্দুল্লাহ কে খুঁজে পেতে দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করছি।পরিচয়ে আব্দুল্লাহ আমার ভাগ্নে হয়।