Crime News tv 24
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সাগর আহমেদ জজ,, (নেত্রকোনা) প্রতিনিধি:-
সেপ্টেম্বর ৬, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার পূর্বধলায় মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে ১৪৪৭ হিজরি (১২ রবিউল আউয়াল) আনন্দ র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রশাসন জামেমসজিদের ঈমাম মাওলানা জুবায়ের হোসেন খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলার সাবেক আমীর মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম লিমন, মাওলানা এমদাদুল হক, সাংবাদিক জায়েজুল ইসলাম ও হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর জীবনী, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মহানবী (সা.) ছিলেন বিশ্বমানবতার মুক্তির দূত। তাঁর দেখানো পথে চললেই সমাজ থেকে অন্যায়-অবিচার ও অশান্তি দূর করা সম্ভব। পরে সমগ্র দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এছাড়াও উপজেলার ভিকুনিয়া বাজার ইদ-এ মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে আনন্দ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আবুল কাশেম রেজভীর নেতৃত্বে উপজেলার শ্যামগঞ্জ বাজারে আনন্দ রেলি ও আলোচনা সভা ও দোয়া