রাজশাহীর বাগমারা ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে।শুরু হয়েছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বরণ।সেই ধারাবাহিকতায় সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিল ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের, বিভাগীয় প্রধান মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রফেসর মোঃ রমজান আলী সরদার, বাংলা বিভাগের অধ্যক্ষ প্রফেসর মোঃ মামুনুর রশীদ মামুনসহ ইসলামের ইতিহাস বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দরা।
এসময় নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা বার্তা দিয়ে বরণ করে নেয়া হয়।
এছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ও প্রবীণ শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা নবীন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন শিক্ষাজীবন একটি গুরুত্বপূর্ণ সময়। এখানে তোমরা জ্ঞান অর্জন করবে, দক্ষতা বৃদ্ধি করবে এবং নতুন বন্ধু তৈরি করবে। তোমাদের সবার মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে, যা এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশে বিকশিত হবে। সবসময় বড়দের সম্মান করবে এবং শিক্ষকদের দিক নির্দেশনা মেনে চলবে। সহপাঠীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে। সব সময় সত্য ও সুন্দরের পথে চলবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে। তোমরা এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে এবং নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবে।
এই শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি স্থাপন করবে। তাই, এখানে অধ্যয়নকালে তোমরা নিজেদের যোগ্য করে গড়ে তোলো।