বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলায় নানা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের কালিনাথ রায়ের বাজার সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর দোয়া-মোনাজাত, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে সুসংহত করা।” তারা আরও জোর দিয়ে বলেন, বর্তমান সময়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনই একমাত্র পথ।
কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক রাইসুল আলমসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
—