Crime News tv 24
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় ইউপি সদস্য’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-
সেপ্টেম্বর ১, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা উপজেলার ৬ নং লস্কর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অরুনা বেগমের বিরুদ্ধে অসহায় মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। পানির ট্যাংকি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও ৩০ কেজি চালের কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত অরুনা বেগম উপজেলার লক্ষীখোলা গ্রামের মৃত মুছা মোল্লার মেয়ে। তাঁর আপন ভাই মোস্তফা মোল্লা এলাকাবাসীর গন স্বাক্ষরিত অভিযোগে বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, নির্বাচিত হওয়ার পর থেকেই ইউপি সদস্য অরুনা অসহায় ও দরিদ্র মানুষের কাছ থেকে সরকারি সুবিধা দেওয়ার নামে টাকা নেন। কেউ টাকা ফেরত চাইলে তিনি গালিগালাজ ও হুমকি-ধামকি দেন, এমনকি মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখান। স্থানীয়দের অভিযোগ, তিনি ইতিপূর্বেও বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা করেছেন।

একাধিক ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে নানা তালবাহানায় টাকা ফেরত দিচ্ছেন না। পরে তারা অরুনার ভাই মোস্তফাকে জানালে তিনি তাদের নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য অরুনা বেগম বলেন, আমার ভাইয়ের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। আমি কোনো মানুষের কাছ থেকে টাকা নেইনি।

অন্যদিকে মোস্তফা মোল্লা বলেন,আমার বোন বহু মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা নিয়েছে। মানুষের অভিযোগে আমি স্বাক্ষরিত দরখাস্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও সাহেব সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, ইউপি সদস্য অরুনা বেগমের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।