খুলনার বটিয়াঘাটা উপজেলায় কাজীবাছা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তেতুলতলা গ্রামস্থ রিয়া মৎস্য হ্যাচারির দক্ষিণ পাশে নদীর বাঁশের সঙ্গে আটকানো অবস্থায় লাশটি পাওয়া যায়।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কচুবুনিয়া গ্রামে নদীতে লাশ ভাসতে দেখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে সকাল ১১টা ৫০ মিনিটে লাশ উদ্ধার করা হয়।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
লাশের আনুমানিক বয়স ৫০ বছর। প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। তবে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সকালে নদীর ধারে মাছ ধরতে গিয়ে তারা বাঁশে আটকানো অবস্থায় লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।