Crime News tv 24
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে পরিস্কার- পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন।

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ-
সেপ্টেম্বর ১, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

“ রোধ করি ডেঙ্গু ও প্লাষ্টিক-পলিথিন দূষন এ স্লোগানে নওগাঁর আত্রাই উপজেলা শহরে পরিস্কার- পরিচ্ছনতা অভিযান শুরু হয়েছে। সোমবার (১লা সেপ্টম্বর) সকালে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের অফিসার-কর্মচারীরা অভিযানে অংশ নেন। এই পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও} মোঃ রাকিবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক।
উপজেলা প্রশাসনিক অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন। ইউনাইটেড প্রেস ক্লাবআত্রাই,নওগাঁ সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রওসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পি আইও) মোঃ-আব্দুল হান্নান,উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সহ উপজেলা পরিষদের সকল অফিসার/ কমচার্রী সুধীজনপ্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান বলেন, আজ খেকে উপজেলায় পরিস্কার-পরিচ্ছনতা শুরু হয়েছে। জলাবদ্ধতা নিরসনে খুব দ্রুত আমরা খাল,ডোবা, সংস্কার করবো।ড্রেনে জমেথাকা ময়লা, গাছের টব,ড্রাম ইত্যাদিতত জমে থাকা পানি পরিস্কার রাখুন/অপসারণ করুন এবং বাড়ী-ঘর পরিস্কার রাখুন।অব্যবহীত গাড়ীর টায়ার, নির্মাণ কাজে ব্যবহীত চৌবাচ্চা, পরিত্যাক্ত টিনের কোটা,কাচ? প্লাষ্টিকের বোতল/ক্যান,হাড়ি,ডাবের খোসা,বালতি,ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানিতে, এডিস মশা ডিম পাড়ে। তা থেকে ডেঙ্গুর সম্ভাবনা থাকে।তাই জমে থাকা পানি পরিস্কার রাখুন এবংঅপসারণ করুন।পরিস্কার পরিচ্ছনা- অভিযান শেষে জনগনের সচেতনতা উপলক্ষে উপজেলা পরিষদ থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বর এসে র‌্যালীটি শেষ হয়।
প্রতিবেদনঃ- একেএম কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি
মোবাঃ- ০১৭৪৯৫৬৭৩১৪
ক্যামেরায়ঃ মোঃ শাহরিয়া আহম্মেদ সাদিক।