Crime News tv 24
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনার পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

সাগর আহমেদ জজ,, নেত্রকোনা প্রতিনিধি:-
সেপ্টেম্বর ১, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলীর নির্দেশে উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম রানা নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।

সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোহাম্মদ আলীর বাসভবন থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে সমাপ্ত হয়।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোনা-৫ বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা সহ উপজেলা বিএনপির এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে জাতিকে যে আশা ও আত্মবিশ্বাস দিয়েছিলেন, সেই ভিত্তিতেই বিএনপি জন্ম নিয়েছিল। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ইতিহাসে বিএনপি আজ দেশের সাধারণ মানুষের হৃদয়ে বিশ্বাস ও আস্থার প্রতীক।

কঠিন সময়ে নেতাকর্মীদের ত্যাগ, জেল-জুলুম, মামলা-হামলা বিএনপিকে কখনো দমিয়ে রাখতে পারেনি। শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সব সময় গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছি।

সমাবেশে উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।