নওগাঁর মান্দায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ মো. আলম ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট ) ভোর ৪টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে আলম ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১৯৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেনসিডিল ও ৪টি ধারালো হাসুয়া উদ্ধার করে। আলম ইসলাম ওই গ্রামের মো. আলাউদ্দিন ও জোসনা বেগমের ছেলে।
আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা
প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব জানায়, মাদক ও অপরাধ দমনে তাদের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
নওগাঁ #