মৌলভীবাজার সদর উপজেলার ছালামীটিলায় তাঁরা যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো মহররম মাসের তাৎপর্য ও কারবালার ইতিহাসভিত্তিক আলোচনা সভা ও পবিত্র মিলাদ মাহফিল।
“কারবালার চেতনা” শীর্ষক এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগের মহিমা তুলে ধরা এবং ন্যায় ও সত্যের পথে অবিচল থাকার বার্তা সমাজে ছড়িয়ে দেওয়া।
সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা ও সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “কারবালা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়; এটি মানবতা, আত্মত্যাগ ও সত্যের প্রতীকে পরিণত হয়েছে, যা যুগে যুগে সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”
সভায় আরও বক্তব্য রাখেন তাঁরা যুব সংঘের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মুফিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, কারবালার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় পবিত্র মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত। এতে কারবালার শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশ-জাতির শান্তি ও কল্যাণের জন্য প্রার্থনা করা হয়।
স্থানীয় মুসল্লি, যুবসমাজ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উজ্জ্বল ও সফল উদ্যোগে পরিণত হয়।