নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে ঘটে এই মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা।
নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা আব্দুল হাই বাবু (৬০) এবং তার স্ত্রী মমেনা খাতুন (ফেলানি) (৩৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহে জর্জরিত ছিলেন দম্পতিটি। মঙ্গলবার রাতে আব্দুল হাই বাবু ঘরের দরজা বন্ধ করে স্ত্রী ফেলানিকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তিনি নিজেই ঘরের ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।