Crime News tv 24
ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পটিয়ায় মাদক ব্যাবসা জমজমাট! টেকনাফে দেড়লাখ পিস ইয়াবাসহ ৪জন শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার।

admin
জুলাই ২৩, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রাম থেকে সেলিম চৌধুরী:-

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার তুলাতলী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ চারজন শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দুইটি মুঠোফোন জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের আব্দুল হাকিমের পুত্র আব্দুস সালাম
(৪৩), একই গ্রামের মৃত ফরিদ আলমের পুত্র আব্দুল্লাহ (৩৮), মৃত আহাম্মদ হোসেনের পুত্র নজরুল ইসলাম ওরফে কালু (৩৩) ও মৃত অলি আহাম্মদের পুত্র মোঃ সামছুল আলম (৪৮)। গ্রেপ্তারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৫ এর আ. ম. ফারুক সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল রোববার বিকালে এ অভিযান চালানো হয়। র‌্যাব জানায়, টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতলী ঘাটে ইয়াবার একটি বড় চালান প্রেরণের প্রস্তুতিকালে জনৈক সুলতান আহাম্মদের মালিকানাধীন ইঞ্জিনচালিত কাঠের নৌকা থেকে ১,৫০,০০০ পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়। র‌্যাব আরও জানায়, অভিযানের সময় তাদের তিন সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে পটিয়ার কেলিশহর- হাইদগাও, ধলঘাট, দক্ষিণ ভুর্ষি, ছনহরা, খরনা, ভাটিখাইন, বরলিয়া, হাবিলাসদ্বীপ,কুসুমপুরা, কচুয়াই, আশিয়া, জিরি, কাশিয়াইশ, কোলাগাও, পটিয়া পৌরসভা সহ গুচ্ছ গ্রামে জমজমাট মাদক ও ইয়াবা ব্যাবসা জমজমাট চলার অভিযোগ করেছে স্থানীয় জনগণ, বর্তমান অন্তবর্তিকালীন সরকার গঠন হওয়ার পর মাদক কারবারি গ্রেপৃতার পটিয়ায় তেমন সাফল্য নেই। বর্তমান দেশের পরিবেশ পরিস্থিতি রাজনীতি ঘোলাটে হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে তিন শতাধিক বিশাল মাদক সিন্ডিকেট রমরমা মাদক ও ইয়াবা ব্যাবসা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে গুচ্ছ গ্রামের দিকে পুলিশের নজর দাড়ি বাড়ালে মাদক কারবারি গ্রেপ্তারের সম্ভব বলে মনে করেন সচেতন মহল, এছাড়াও নতুন থানার হাটে রাতের আঁধারে মাদক ও ইয়াবা কারবারী আড্ডা জমজমাট হয়ে উঠে, রেলওয়ে ষ্টেশন পিছনে আইসক্রিম ফেক্টরি সংলগ্ন এবং পটিয়া খাদ্য গোদাম, আমির ভান্ডার এতিম খানা, রেলগেইট মাদক কারবারিদের রাতে বসে আসর, জমজমাট মাদক বিকিকিনি। এতে যুবসমাজ ধ্বংস হচ্ছে।

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নুরুল ইসলাম কমিশনার জানান, পটিয়া উপজেলা পৌরসভা তিন শতাধিক গুরুত্বপূর্ণ স্পটে মাদক ব্যাবসা চলছে, বাইপাস সড়কে চুরি ছিনতাই বৃদ্ধি পেয়েছে, অলির হাট, গুচ্ছ গ্রাম, রতনপুর পাহাড়ি সুড়ঙ্গ পথে মাদকের ট্রানজিট পয়েন্ট এসব পয়েন্ট পুলিশের নজর দাড়ি বাড়িয়ে পটিয়াকে মাদক মুক্ত করার দাবি জানান। পটিয়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুর মিয়া জানান, পটিয়া কে মাদক মুক্ত করতে পুলিশ জনতা ঐকবদ্ধ কাজ করতে হবে, জনগণ সচেতন হলে মাদক কারবারি পালিয়ে যাবে। এ বিষয়ে নাম সহ মাদক কারবারি পর্য়াক্রমে ধারাবাহিক নাম প্রকাশ করা হবে।

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442