গাজীপুর মহানগরীর পূবাইলে ৫০-৬০ বছরের দখলীয় জমিতে বাঁধা , শ্লীলতাহানি ,বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ঐ খোরাইদ এলাকার সুন্দর আলীর ছেলে মুজিবর ও তার পরিবারের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে রবিবার দুপুরে ৪০ নং ওয়ার্ডের মেঘডুবী শেখ বাড়ী উত্তর পাড়া এলাকায়।ভুক্তভোগী পরিবারের পক্ষে মৃত শাহজাহানের মেয়ে শিউলি আক্তার শেখ মুজিবুর রহমান,শেখ রুমেন, শেখ সুজন, রোকেয়া বেগম,সুমি আক্তার, তামান্নাসহ ৬ জনকে আসামী করে পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায় বিগত ৫০ থেকে ৬০ বছর পূর্বে মেঘডুবি মৌজাস্হিত মরহুম শেখ সুন্দর আলীর নিকট হতে তার আপন সহোদর ভাই শেখ শাহাদ আলী ২৪ শতাংশ জমি ক্রয় করে বর্তমানে ভোগ দখল করা অবস্থায় হঠাৎ করে রবিবার দুপুরে মৃত শাহজাহানের পরিবারের উপর অতর্কিত হামলা চালায় সুন্দর আলীর ছেলে শেখ মুজিবর ও তার পরিবারের লোকেরা এতে করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে জানায় ভুক্তভোগী শিউলি আক্তার ও তার পরিবার।এলাকাবাসী জানান শাহাদ আলী ও তার ছেলে শাহজাহান দীর্ঘদিন ধরে ঘরবাড়ি নির্মাণ করে এ জমি ভোগ দখল করে আছে তারা আরও জানান,শেখ শাহাদ আলী ও তার ছেলে শেখ শাহজাহান জীবিত থাকা অবস্থায় কেউ এই জমি দাবি করে নাই।গত তিন মাস পূর্বে স্থানীয় বিএনপি নেতা নূর মোহাম্মদ নূর আলী ও কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গের নতুন করে সিদ্ধান্ত দেয় যে যেহেতু তল্লাশী দিয়ে ও পুরাতন দলিল খুঁজে পাওয়া যাচ্ছে না সে লক্ষে সামাজিক বিচারে সিদ্ধান্ত হয় ২৪ শতাংশ জমি ২৪ লক্ষ টাকা পুনরায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুন্দর আলীর ছেলে মজিবুর গং দের দিলে তারা নতুন দলিল করে দিবে বলে ২ লক্ষ টাকা নগদ নেয়।এদিকে ভুক্তভোগীদের দাবি হামলাকারীরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও দালিলিক বস্তু চুরি করে নিয়ে গেছে।