পটিয়ায় বিএনপির অফিস ভাংচুর মামলায় মহিউদ্দিন
মল্ল( ৪৮) নামে একজন কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ জুলাই রবিবার দুপুরে পটিয়া থানা পুলিশ গোপন সংবাদে ভিক্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মহিউদ্দিন মল্ল (৪৮) পটিয়া উপজেলা ধলঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সালামত উল্লাহ মল্ল সাবেক চেয়ারম্যানের বাড়ি মৃত এখলাছ মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, মহিউদ্দিন মল্লকে বিএনপি অফিস ভাংচুর মামলায় আটক করা হয়েছে। এছাড়াও গত বছর ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা সহ বিএনপির ভাংচুর ঘটনা ঘটে। উক্ত ঘটনায় জড়িত থাকার তথ্য রয়েছে মহিউদ্দিন মল্লর বিরুদ্ধে।
সে দীর্ঘদিন ধরে নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধলঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচনী কেন্দ্রে আওয়ামীলীগের প্রার্থী সামশুল হক চৌধুরীর নির্বাচনী সচিব ছিলেন। এ ব্যাপারে পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, ২০২৪ সালে ৪ ও ৫ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী মিছিলে হামলা ভাংচুর, লুটপাট, তাÐব, গুলিবর্ষণ সহ বিএনপিড অফিস ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মহিউদ্দিন মল্ল সন্দেহীতভাবে জড়িত থাকায় পুলিশ তাকে আটককৃত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।
From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong