Crime News tv 24
ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ার পুরানপাড়া এলাকার মেয়ে জামাই কতৃক স্ত্রী ও শাশুড়িকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদকঃ-
জুলাই ২১, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল কাউনিয়া থানাধীন পুরান পাড়া ৩ নং ওয়ার্ড এলাকায় রাহিমা বেগম (৫৫) ও রুমা (২২) নামের  দুইজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।আহতরা হলেন পুরান পারা এলাকার আব্দুল ওহাব হাংয়ের স্ত্রী রহিমা বেগম ও মেয়ে রুমা।গতকাল রবিবার রাত ৮ টায় এ হামলার ঘটনা ঘটে।বর্তমানে আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে আহত রাহিমা বেগম সাংবাদিকদের জানায় বিগত ছয় বছর আগে তার মেয়ে রুমার সাথে প্রেমের মাধ্যমে তাদের পার্শ্ববর্তী পুরানপাড়া এলাকার আপ্তার হাওলাদার ছেলে সাব্বিরের বিয়ে হয়।সাব্বির ও রুমা প্রেমের মাধ্যমে বিয়া করলে উভয় পরিবার তাদের মেনে নেয়।এরপরে রহিমা বেগম মেয়ে রুমার সুখের জন্য স্বর্ণ অলংকার সহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল দেয় সাব্বিরকে।

রুমা ও সাব্বিরের দাম্পত্য জীবনে দুটি মেয়ে সন্তান রয়েছে।গত ২৩-১০ -২০২৪ এ সাব্বির পুনরায় দ্বিতীয় বিবাহ করে।এরপরে রুমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।ওই সময় রুমের গর্ভে সন্তান থাকার কারণে রুমাকে তালাক দিতে পারেনি সাব্বির।এরপর রুমা দীর্ঘদিন যাবত তার মা-বাবার পরিবারের থাকে।গতকাল রাত আটটায় রুমা তার মাকে নিয়ে তিন মাসের সন্তানের দুধের টাকার জন্য স্বামী সাব্বিরের বাসায় যায়।

এ সময় সাব্বির তার সন্তানদের ভরণপোষণ দিতে পারবে না বলে জানায় এবং রুমাকে তালাক দিবে বলে জানালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় একপর্যায়ে শাশুড়ি তার মেয়েকে দেওয়া মালামাল সাব্বিরের কাছে ফেরত চাইলে সাব্বির ও তার দ্বিতীয় স্ত্রী উর্মি লাঠি নিয়ে রাহিমা বেগম ও তার মেয়ে রুমাকে এলোপাতাড়ি পিটাতে শুরু করে।এ সময় রাহিমা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় সাব্বির

পরে স্থানীয়রা এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।