“এক শহীদ, এক বৃক্ষ” – এই অনন্য স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি।
শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের পাশে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজন সম্পন্ন হয়।
কর্মসূচির শুরুতে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনে শহীদ ১৫ জন সাহসী সন্তানের স্মরণে ১৫ টি গাছ রোপণ করা হয়। প্রতিটি গাছে শহীদের নামের ফলক যুক্ত করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সম্মানিত জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান, এনডিসি জাহিদ হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া মাসুমা, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনের শহীদদের ত্যাগ জাতির ইতিহাসে অনন্তকাল উজ্জ্বল হয়ে থাকবে। তাঁদের স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এই বৃক্ষরোপণ কর্মসূচি, এটি একটি প্রতীকী পদক্ষেপ। একটি গাছ যেমন দীর্ঘদিন ধরে বেঁচে থাকে, ঠিক তেমনি শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনায় চিরভাসমান থাকবে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও শহীদদের স্মরণ—এই দুই মহান উদ্দেশ্যকে একত্রে ধারণ করেই এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। এ সময় তিনি বৃক্ষরোপণের পরিবেশগত গুরুত্ব এবং শহীদদের স্মৃতিকে ধারণ করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন।
উল্লেখ্য, জেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং আগামী বছরগুলোতেও এ ধরনের কর্মসূচি চালু রাখার আহ্বান জানানো হয়েছে।