কুষ্টিয়ায় জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের আশু রোগমুক্তি কামনায় মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার মোড়ে এসে শেষ হয়। এতে বিএনপির জেলাসহ জেলার সকর ইউনিটের নেতাকর্মীরা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শাদী, কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি একে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মাজেদ, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল।
বক্তারা বলেন, “জুলাই-আগস্টের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার এবং রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষের প্রতিবাদের প্রতীক। এই শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হবার নয়। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি এবং এর নেতাকর্মীরা গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।”
পরে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।