বাগেরহাটের মোংলায়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সকল নিহতদের স্মরণে এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাগেরহাটের মোংলায় মোংলা পৌর শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোক র্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় মোংলা পৌর মার্কেটের সামনে থেকে একটি শোক র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে, প্রধান অতিথির বক্তব্য রাখেন মোংলা পৌর বিএনপির আহবায়ক ও পৌর সাবেক মেয়র আলহাজ্ব জুলফিকার আলী।
বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য অধ্যায়। এ সময়ে ছাত্রদলের ১৪৪ জনসহ বিএনপির প্রায় ৫ শতাধিক নেতাকর্মী শহীদ হন। তাদের রক্তের বিনিময়েই আজকের গণতান্ত্রিক লড়াই নতুন গতি পেয়েছে। এই আন্দোলনের পুরোভাগে ছিল বিএনপির নেতৃত্বে স্বৈরাচারবিরোধী প্রথম স্লোগান, কারফিউ ভেঙে রাজপথে মিছিল সবকিছুতেই নেতৃত্ব দিয়েছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন। আজ এই গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করার অপচেষ্টায় লিপ্ত কিছু অপশক্তি।
বক্তারা আরো বলেন, জুলাইয়ের অংশীদার কারও একার নয়। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না। যারা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি করে, কেউ কেউ প্রকৃতপক্ষে নির্বাচনকে অনিশ্চিত করতে চায়। আমাদের নেতাকর্মীরা সতর্ক রয়েছে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জুমাবাদ মসজিদে-মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে বলেও জানান নের্তৃবৃন্দ।
এসময় মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ: মান্নান হাওলাদার,মোংলা পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী, সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক মো: এমরান হোসেন, যুবদল নেতা মো: আলাউদ্দিন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।