Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের মধ্যনগরে ট্রলার ডুবিতে -০১ / জনের মৃত্যু।

রাজু ভূঁইয়া: সুনামগঞ্জ প্রতিনিধি:-
জুলাই ১৮, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরস্বতীপুর এলাকা থেকে মধ্যনগরের পথে আসার সময় ট্রলার ডু’বে শামছুন্নাহার বেগম (৭০) নামে এক বৃদ্ধার ম’র্মা’ন্তি’ক মৃ’ত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকালবেলা, মধ্যনগর উপজেলার পিপড়াকান্দা এলাকার ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় শালদিগা হাওরের প্রবল স্রোতে ট্রলারটি উল্টে যায়।

নিহত শামছুন্নাহার বেগম নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা ও মৃত আজিজ মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল সবাই মধ্যনগরে যাচ্ছিলেন। হঠাৎ স্রোতের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।বাকি যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামছুন্নাহার বেগম ডুবে যান। পরে স্থানীয়রা তল্লাশি চালিয়ে নৌকার ছাদের ভেতর থেকে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।##

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি
০১৭১২-৫৯৮৫৭৫
১৮/০৭/২০২৫ইং