নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাড়ী বিওপির মাদক বিরোধী অভিযানে ৫ হাজার হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
শুক্রবার (১৮ জুলাই) নাইক্ষ্যংছড়ি উপজেলার কক্সবাজার ব্যাটেলিয়ন ৩৪ বিজিবি’র অধিনস্থ বাইশফাঁড়ী বিওপির মাদক বিরোধী অভিযানে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন সংবাদে বাইশফাঁড়ী বিওপি’র একটি বিশেষ অভিযানিক দল সীমান্ত এলাকায় চিকন পাতা বাগান নামক স্থানে কৌশলে অবস্থাননে। এর কিছুক্ষন পর পরই কাপড়ের ব্যাগ হাতে করে ১ জন ব্যক্তি সামনের দিকে অগ্রসর হলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারী কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহলদল চোরা কারবারীর ফেলে যাওয়া ব্যাগের ভিতরে উপরে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। তবে মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক, মোহাম্মদ ইউনুছ