কুষ্টিয়ায় জুলাই-আগষ্ট গন অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিকি মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৭ টার কুষ্টিয়ার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে এ ম্যারাথন প্রতিযোগীতা শুরু হয়।
জানা যায়, ৫ কি.মি. ম্যারাথন দৌড় প্রতিযোগীতায় জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। দৌড় প্রতিযোগিতায় ২৫ জনকে ক্রমান্বয়ে মেডেল ও সার্টিফিকেট প্রদান করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এসময় সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের এক একটি দিন আমাদের ইতিহাসের এক গৌরবময় এবং বেদনাবিধুর অধ্যায়। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত সেই বীর শহীদদের, যাঁরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তাঁরা ছিলেন দেশের প্রকৃত সাহসী সন্তান, যাঁদের ত্যাগ আমাদের চেতনাকে জাগ্রত করে, পথ দেখায়।
এই শহীদরা আমাদের শিখিয়ে গেছেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো কতটা জরুরি। তারা লড়াই করেছেন এক অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে, নির্ভীকভাবে বুক পেতে দিয়েছেন বুলেটের সামনে।
আমরা এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি এর পেছনে তাঁদের ত্যাগ ও সংগ্রামের অবদান অপরিসীম। তাই আমাদের দায়িত্ব, তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা—যেখানে থাকবে না বৈষম্য, থাকবে সমতা, মানবিকতা, গণতন্ত্র ও সুবিচার।
আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেইসব শহীদ যোদ্ধাকে, তাঁদের পরিবারকে জানাই কৃতজ্ঞতা ও ভালোবাসা। পাশাপাশি আমাদের নতুন প্রজন্মকে আহ্বান জানাই, তারা যেন এই ইতিহাস জানে, বুঝে এবং সেই চেতনায় অনুপ্রাণিত হয়ে সুশাসন ও উন্নত বাংলাদেশের পথে এগিয়ে যায়।
আসুন, সবাই মিলে এই পবিত্র স্মৃতিকে ধারণ করে, একটি সুশৃঙ্খল, মানবিক ও উন্নত জাতি গঠনে সচেষ্ট হই।
এসময় অতিরিক্ত জেলা সার্বিক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, জেলা জামায়াতের সেক্রেটারী সুজা-উদ্দীন জোয়ার্দ্দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকন উজ্জামান, এনডিসি জাহিদ হাসান, জেলা ক্রীড়া অফিসার তানভীর আহমেদ, জেলা সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মোহাম্মদ আব্দুল্লা, কুষ্টিয়া জেলা বিভিন্ন সরকারী-বেসরকারী দফতরের কর্মকর্তাসহ ২৪’র জুলাই আন্দোলনে অংশগ্রহনকারী যোদ্ধা, আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যরাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।