Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

লামা উপজেলায় পর্যটন ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার:-
জুলাই ১৭, ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় স্বল্প পরিসরে জারিকৃত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৭ জুলাই)২৫খ্রিঃ
সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মোঃমঈন উদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ জুলাই প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড় ধসের আশঙ্কায় পর্যটন কেন্দ্র ও রিসোর্টগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।


বর্তমানে আবহাওয়া স্বাভাবিক থাকায় এবং দুর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে লামা উপজেলার সকল পর্যটন কেন্দ্র ও রিসোর্ট পুনরায় খুলে দেওয়া হয়েছে।
লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানান, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে পূর্বে কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল।