মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
১৯৭১ সালের ৯ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে বিতারিত করে গফরগাঁওকে মুক্ত করেছিল।  ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্ত দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাট্য র্যালী, শহীদ মিনার প্রদিক্ষন ও আলচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন এর সভাপতিত্বে ও আমির সালমান রনি সহকারি কমিশনার (ভূমি) গফরগাঁও এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম বাবুল।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন। গফরগাঁও থানা অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম, পাগলা থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম। কৃষি কর্মকর্তা শাকুরা আফরোজ, মৎস কর্মকর্তা মতিউর রহমান সহ আরো প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধা পরিবার সদস্য বৃন্দ ।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                