Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

তালতলীতে হাসে ধান খাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের ছয়জনকে হাতুড়ি পেটা। বাড়িঘর ভাঙচুর টাকাও স্বর্ণালংকার লুট।

নিজস্ব প্রতিবেদকঃ-
জুলাই ১৭, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

বরগুনা জেলার তালতলী থানাধীন কবিরাজ পাড়া গ্রামে হাসে ধান খাওয়ার প্রতিবাদ করায় একই পরিবারের ছয়জনকে পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে।এ সময় মারধর করে বাড়িঘর ভাঙচুর, টাকা স্বর্ণ অলংকার লুট করে নিয়েছে। এ ঘটনায় সিদ্দিক (৫০) রবিউল (২৩) সিদাম  (৪০)রেনু (৩২)লামিয়া (১৭) ও জয়নাল (৬০) নামের ৬ জন গুরুতর জখম হয়।

আহত সিদ্দিক ও সিদাম কবিরাজ পাড়া গ্রামের মৃত সুলতান চৌকিদারের ছেলে ও অন্যান্য আহতরা সিদ্দিক ও সিদামের ছেলে মেয়ে ও মামা।পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করলে সেখানে গুরুত্বর আহত রবিউল, সিদ্দিক, সিদামের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসা জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহতা সূত্রে জানা গেছে,কবিরাজ পাড়া গ্রামের সিদ্দিক ও সিদামের ধানি জমির ফসল ও ধান নষ্ট করে পার্শ্ববর্তী মৃত চাঁনমিয়া হাওলাদারের ছেলে জাফর হাওলাদারের গৃহপালিত হাসে। এ নিয়ে সিদাম প্রতিপক্ষ জাফর হাওলাদার কে তাদের হাস বেঁধে রাখার কথা জানালে তারা ক্ষিপ্ত হয় এবং  তাদের জমিতে জাল দিয়ে আটকে দিতে বলে।

এ সময় সিদাম এত বড় জমি কিভাবে আটকে দেবে বলে জানালে জাফর হাওলাদার ও তার ছেলেরা অকথ্য ভাষায় গালাগালি করে।পরে সিদাম সেখান থেকে চলে আসলে প্রতিপক্ষরা  ক্ষিপ্ত হয়ে দেশি অত্র শত্রু  নিয়ে গতকাল সকাল সাড়ে নয়টায় সিদামের বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে জাফর হাওলাদার, রনি, ফারুক খান, সোহেল, জুয়েল, সজিব, ইমরান, ইউনুস, নুরজামাল সহ অজ্ঞাত ৮-১০ জন সিদাম,সিদ্দিক, রবিউল,রেনু, লামিয়া ও জয়নালকে হাতুড়ি, লোহার পাইপ ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্বর জখম করে।

এ সময় আহতদের পিটিয়ে ঘরের দরজা ভেঙ্গে  ঘরে থাকা নগত ৯০ হাজার টাকা ও মহিলাদের কানের ও গলার স্বর্ণ অলংকার ছিনিয়ে নেয়।পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রবিউল, সিদ্দিক ও সিদাম শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।