Crime News tv 24
ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় জমি বিরোধে কৃষক জাহাঙ্গীর শেখ খুন / আহত-০৩

Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে জাহাঙ্গীর শেখ (৬০) নামের এক কৃষক খুন হয়েছেন। বুধবার (১৬ জুলাই) দুপুরে গ্রামের একটি বিলে এই হামলার ঘটনা ঘটে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাহিরপাড়া গ্রামের জাহাঙ্গীর শেখ ও মান্দার শেখ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে জাহাঙ্গীর শেখ পাট কাটার জন্য কয়েকজন লোক নিয়ে মাঠে গেলে, প্রতিপক্ষ মান্দার শেখের পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে জাহাঙ্গীর শেখ ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা তিনজন গুরুতর আহত হন, যাদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লোহাগড়া থানা পুলিশ। লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) ইমরান জানান, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনাস্থল থেকে কবির শেখ নামে একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।