Crime News tv 24
ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর নিয়ামতপুরে অপহরণের ২১ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী সরস্বতী রানী হালদারের।

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ-
জুলাই ১৬, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর নিয়ামতপুরে অপহরণের ২১ দিন পরও সরস্বতী রানী হালদার (১২) নামের ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ বিষয়ে থানায় অভিযোগ দিলেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে টালবাহানা করছে। অপহৃত স্কুলছাত্রী নওগাঁর নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামের বাসিন্দা উজ্জল চন্দ্র হালদারের মেয়ে।

অন্যদিকে অভিযুক্ত রাজু আহমেদ (২০) একই উপজেলার ছয়ঘাটি (দিঘিরপাড়) গ্রামের বাসিন্দা আপেল হোসেনের ছেলে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জন জড়িত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, গত ২৪ জুন রাত আটটার দিকে উজ্জল হালদার বাড়িতে না থাকায় সুযোগ নেয় অপহরণকারীরা। তারা সরস্বতীর মা দিপালি রানীকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে সরস্বতীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরদিন নিয়ামতপুর থানায় অভিযোগ করেন তার মা দিপালি রানী।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে অপহৃত সরস্বতীকে উদ্ধার ও পুলিশের ভূমিকা নিয়ে মান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সরস্বতী পরিবারের সদস্যরা।

তারা অভিযোগ করে বলেন, ‘ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ মেয়েটিকে উদ্ধার করতে পারেনি। গ্রেপ্তার করতে পারেনি জড়িত কাউকে। উল্টো আমরা আসামিপক্ষের হুমকির মুখে রয়েছি।’ সংবাদ সম্মেলনে সরস্বতীর বাবা-মা ও স্বজনেরা উপস্থিত ছিলেন। তাঁরা দ্রুত মেয়েটিকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা হয়েছে। ভিকটিককে উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নওগাঁ #